পদ্ম পুরস্কার ঘোষণা কেন্দ্রের, সম্মান পাচ্ছেন ৩০ জন মহিলা
২৬ জানুয়ারি : প্রতি বছর দেশের প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে পদ্ম পুরস্কার প্রদান করা হয় প্রজাতন্ত্র দিবসের দিন। সেই মতো কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৪ এর বিজয়ীদের তালিকা প্রকাশ করেছেন।
পুরস্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা এবং ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয়। যেমন- শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিত্সা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবা।
ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মবিভূষণ’, উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর যে তালিকায় রয়েছেন একাধিক বিনোদন মহলের ব্যক্তিত্বরা।
ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মবিভূষণ’, উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর যে তালিকায় রয়েছেন একাধিক বিনোদন মহলের ব্যক্তিত্বরা। ভারত সরকার কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ পুরস্কারগুলি বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি পায়। এ বছর কেন্দ্রীয় সরকার ভারতের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দেশের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন বিনোদন মহলের আরও চারজন বিশিষ্ট ব্যক্তি। যেমন, অভিনেতা বৈজয়ন্তীমালা বালি এবং কোনিদেলা চিরঞ্জীবী, মরণোত্তর সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। এছাড়াও এ বছর পদ্মভূষণ পাচ্ছেন, এম ফাতিমা বিবি, সীতারাম জিন্দাল, রাম নায়েক, পেয়ারেলাল শর্মা, উষা উথুপ, বিজয়কান্ত (মরণোত্তর)।
অর্থাত্ মোট পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১১০ জন পদ্মশ্রী পাচ্ছেন। এই বছর, সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (প্রয়াত) কার্পুরী ঠাকুরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিচ্ছে। আজ বিজয়ীদের নাম ঘোষণার পর তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন “পদ্ম পুরস্কারে ভূষিত সকলকে অভিনন্দন। ভারত বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানকে লালন করে। তারা যেন তাদের ব্যতিক্রমী কাজের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারে।” এ বছর পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে ৩০ জন মহিলা এবং তালিকায় বিদেশী, এনআরআই, পিআইও ওসিআই এবং নয়জন মরণোত্তর ব্যক্তি রয়েছেন।
পদ্মবিভূষণ বিজয়ী
সুশ্রী বৈজয়ন্তীমালা বালি: শিল্প | তামিলনাড়ু
শ্রী কোনিদেলা চিরঞ্জীবী: শিল্প | অন্ধ্র প্রদেশ
শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু: পাবলিক অ্যাফেয়ার্স | অন্ধ্র প্রদেশ
শ্রী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর): সমাজকর্ম | বিহার
মিসেস পদ্মা সুব্রহ্মণ্যম : শিল্প | তামিলনাড়ু
পদ্মভূষণ বিজয়ী
মিসেস এম ফাতিমা বিভি (মরণোত্তর): পাবলিক অ্যাফেয়ার্স | কেরল
শ্রী হরমুসজি এন কামা: সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা | মহারাষ্ট্র
শ্রী মিঠুন চক্রবর্তী: শিল্প | পশ্চিমবঙ্গ
শ্রী সীতারাম জিন্দাল: বাণিজ্য ও শিল্প | কর্ণাটক
শ্রী ইয়ং লিউ: বাণিজ্য ও শিল্প | তাইওয়ান
শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতা: ঔষধ | মহারাষ্ট্র
শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়: পাবলিক অ্যাফেয়ার্স | পশ্চিমবঙ্গ
শ্রী রাম: পাবলিক অ্যাফেয়ার্স | মহারাষ্ট্র
শ্রী তেজস মধুসূদন প্যাটেল: মেডিসিন | গুজরাত
শ্রী ওলানচেরি রাজাগোপাল: পাবলিক অ্যাফেয়ার্স | কেরল
শ্রী দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত: শিল্প | মহারাষ্ট্র
শ্রী তোগদান রিনপোচে (মরণোত্তর): অন্যরা-আধ্যাত্মবাদ | লাদাখ
শ্রী পেয়ারেলাল শর্মা: শিল্প| মহারাষ্ট্র
শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর: ঔষধ | বিহার
মিস ঊষা উত্থুপ: শিল্প| পশ্চিমবঙ্গ গায়িকা
শ্রী বিজয়কান্ত (মরণোত্তর): শিল্পী | তামিলনাড়ু
শ্রী কুন্দন ব্যাস: সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা | মহারাষ্ট্র
পদ্মশ্রী
পার্বতী বড়ুয়া (67): সমাজকর্ম (প্রাণী কল্যাণ)
চামি মুর্মু (52): সমাজকর্ম (পরিবেশ – বনায়ন)
জাগেশ্বর যাদব (67): সমাজকর্ম (উপজাতি – PVTG)
সাংথাঙ্কিমা (63): সমাজকর্ম (শিশু)
গুরবিন্দর সিং (53): সমাজকর্ম (দিব্যাং)
দুখু মাঝি (78): সমাজকর্ম (পরিবেশ – বনায়ন)
কে চেল্লাম্মাল (69): অন্যান্য (কৃষি – জৈব)
সত্যনারায়ণ বেলেরি (50): অন্যান্য (কৃষি – শস্য – চাল)
হেমচাঁদ মাঞ্জি (70): মেডিসিন (আয়ুষ – ঐতিহ্যগত ওষুধ)
ইয়ানুং জামোহ লেগো (58): অন্যান্য (কৃষি – ঔষধি – গাছপালা)
সোমান্না (66): সমাজকর্ম (উপজাতি – পিভিটিজি)
সর্বেশ্বর বসুমাতারী (61): অন্যান্য (কৃষি)
প্রেমা ধনরাজ (72): ঔষধ (আদিবাসী – পোড়া)
উদয় বিশ্বনাথ দেশপান্ডে (70): খেলাধুলা (কোচ- মল্লখাম্ব)
ইয়াজদি মানেকশা ইতালিয়া (72): মেডিসিন (আদিবাসী – সিকেল সেল)
শান্তি দেবী পাসওয়ান এবং শিবান পাসওয়ান (দুয়ো): শিল্প (চিত্রকলা – লোক – মধুবনী)
রতন কাহার (88): শিল্প (কণ্ঠ – লোক – ভাদু)
অশোক কুমার বিশ্বাস (67): শিল্প (চিত্রকলা – লোক-টিকুলি)
কাল্লু কথাকলি গুরু (79): শিল্প (নৃত্য – শাস্ত্রীয় – কথাকলি)
উমা মহেশ্বরী ডি (63): শিল্প (গল্প বলা – হরিকথা)
গোপীনাথ সোয়াইন (105): শিল্প (কণ্ঠ – ভজন – ওড়িয়া)
স্মৃতি রেখা চাকমা (63): পদ্মশ্রী | শিল্প (টেক্সটাইল – তাঁত – কটি তাঁত)
জানকিলাল (81): শিল্প (থিয়েটার – লোক – রাজস্থানী)
নারায়ণন ইপি (67): শিল্প (নৃত্য – লোক – থেয়্যাম)
ভাগবত পাঠ (85): শিল্প (নৃত্য – লোক – সবা নৃত্য)
সনাতন রুদ্র পাল (68): শিল্প (ভাস্কর্য)
বদরাপ্পান এম (87): শিল্প (নৃত্য – লোক – কুম্মি)
জর্ডান লেপচা (50): শিল্প (কারুকাজ-বাঁশ)
মাচিহান সাসা (73): শিল্প (কারুশিল্প – মৃত্শিল্প – কালো)
নেপাল চন্দ্র সূত্রধর (82): শিল্প (কারুশিল্প – মুখোশ তৈরি চাউ)
ওমপ্রকাশ শর্মা (85): শিল্প (থিয়েটার – লোক – মাচ)
দাসারি কোন্ডপ্পা (63): শিল্প (সঙ্গীত – যন্ত্র – স্ট্রিং বুরা বীণা)
বাবু রাম যাদব (74): শিল্প (কারু-পিতল)
বদ্দাম সামমাইয়া (67): শিল্প (নৃত্য – যক্ষগানা)
খবর : এই মুহূর্ত।