অন্তিম দিনে আরও তিন নির্দল প্রার্থীর মনোনয়ন, জমা পড়ল মোট ৯টি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : ধলাইয়ে উপনির্বাচনে অন্তিম দিনে আরও তিনটি মনোনয়নপত্র জমা পড়ল।  শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে ৩জন নির্দল প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সবার মুখে স্বর একটাই “ধলাইয়ে উন্নয়নের নামে অন্যায় হয়েছে”‌। শাসক ও বিরোধী কোনও দলই নিজের স্বার্থ রক্ষা ছাড়া কিছুই করেনি কেন্দ্রে। এ দিন তিন নির্দল প্রার্থী ধলাই দেবীপুরের পরিমল দাস, আরজানপুরের ধীরাজ দাস ও দার্বি বাগান এলাকার দিলীপকুমার ধুবি।

অন্তিম দিনে আরও তিন নির্দল প্রার্থীর মনোনয়ন, জমা পড়ল মোট ৯টি

বিক্ষুব্ধ কংগ্রসি তথা নির্দল প্রার্থী দিলীপকুমার ধুবি মনোনয়নপত্র দাখিল শেষে শাসক-বিরোধী উভয় দলকেই কাটগড়ায় উঠিয়ে ধলাইয়ের বর্তমান প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধুবি জানান, ধলাইয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তিনি নির্দল প্রার্থী হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন। দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেলেও দল তাঁকে টিকিট প্রদানের ক্ষেত্রে বঞ্চিত করেছে। দলের সভাপতি সহ এপিসিসির দুর্নীতি ও অন্যায়ে কংগ্রেসের এই সিটে জয়ী হওয়া নিঃসন্দেহে ব্যার্থ হবে। ধলাইয়ে যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অন্যায় করেছে। তাই ধলাইয়ের কংগ্রেস শিবিরে ক্ষোভের ধস নেমেছে। বিরোধী দলের তীব্র সমালোচনা করার পাশাপাশি ধলাইয়ের বেহাল দশা নিয়ে আলোচনা করতে গিয়ে দিলীপকুমার ধুবি এলাকার পানীয়জল, রাস্তাঘাট ও চা-বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা সহ পিছপড়া ধলাইয়ের বিকাশকে এজেণ্ডা করে উপ-নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছেন। এবং ধলাইবাসীর আশীর্বাদ ও সমর্থনে তিনি বিপুল পরিমাণ ভোটে জয়ী হবে বলেও দাবি করেছেন।

অন্তিম দিনে আরও তিন নির্দল প্রার্থীর মনোনয়ন, জমা পড়ল মোট ৯টি

এ দিকে, ধলাই উপনির্বাচনে মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র বাকি ছয় প্রার্থী হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির নীহাররঞ্জন দাস, এসইউসিআইর গৌর চন্দ্র দাস, তিন নির্দল প্রার্থী অমিয়কান্তি দাস, অমলেন্দু দাস ও রাজু দাস।

Author

Spread the News