১৯ জানুয়ারি : বিহারের কিষাণগঞ্জ জেলার নেপাল সীমান্ত সংলগ্ন সুখানী থানা এলাকার গম্ভীরগড়ে ৩২৭-ই ফোর লেনে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার সকালে একটি দ্রুতগতির ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িতেই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই গাড়ির চালক ও একজন খালাসীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই তেলের ট্যাঙ্ক ফেটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে (Fire Break out)। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক (২) মঙ্গলেশ সিং দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিষাণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। দেহগুলি মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাকের খালাসী গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনোক্রমে প্রাণ বাঁচিয়েছেন। দুর্ঘটনার জেরে ফোর লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



