বিছানায় ৩ জনের মৃতদেহ, হত্যা না আত্মহত্যা দ্বন্দ্বে পুলিশ

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : মৃৎশিল্পী পরিবারে একইসঙ্গে ৩ জনের রহস্যমৃত্যু। আত্মহত্যা না পরিকল্পিত খুন, এনিয়ে দানা বেঁধেছে সন্দেহ। শুক্রবার সকালে ত্রিপুরার মেলাঘর ঠাকুরপাড়ায় ৭০ বছর বয়সের মৃৎশিল্পী চিন্তাহরণ পাল, তাঁর স্ত্রী প্রতিভা পাল এবং ২৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কন্যা অনিমা পালের নিথর দেহ তাঁদের ঘরের বিছানায় পাওয়া যায়। পারিবারিকভাবে মূর্তি বানানোই চিন্তাহরণবাবুদের পেশা হলেও এখন আর মূর্তি বিক্রি করে সংসার চলে না। তাই স্থানীয় ঠাকুরপাড়া স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করতেন চিন্তাহরণ। প্রাথমিকভাবে অনুমান অভাবের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মনে হলেও কারও মুখে বিষের কোনও চিহ্ন ছিল না। দেহ ময়নাতদন্তের আগে কিছু বলতে নারাজ পুলিশ।

চিন্তাহরণবাবুর প্রতিবেশী তথা ভাই গৌরাঙ্গ পাল জানান, একটি রাজনৈতিক দলের কাছ থেকে মেরে ফেলার হুমকির কথা জানিয়েছিলেন তাঁর দাদা। প্রতিবন্ধী কন্যা অনিমা অনেক কষ্টে কলেজে দ্বিতীয় বর্ষ অবধি পড়ে আর পড়া চালাতে পারেননি। তদন্তে নেমেছে পুলিশ।

Author

Spread the News