১৮ নভেম্বর : স্কুলে ঢুকে ২৫ জন ছাত্রীকে অপহরণ। বাধা দিতে গেলে শিক্ষককে খুনের অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। আফ্রিকা-র নাইজেরিয়ার ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে আরও একাধিক জন জখম হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কেব্বি স্টেট অঞ্চলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনায় জখম স্কুলের একাধিক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলে ঢুকে ২৫ জন ছাত্রীকে টেনে-হিঁচড়ে জঙ্গলের পথে চলে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নাইজেরিয়ায় এই ধরনের আততায়ী হামলার ঘটনা নতুন নয়। চলতি বছর মধ্য নাইজেরিয়ার বেনুতে সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল বন্দুকবাজের দল। স্থানীয়দের হত্যার পাশাপাশি একাধিক পরিবারকে ঘরের মধ্যে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মাঝে মাঝেই সেখানে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন। এছাড়াও নাইজেরিয়ায় আতঙ্কের আরেক নাম জঙ্গি সংগঠন বোকো হারাম।


