নিখোঁজ ২৪ কিশোর ও যুবক অরুণাচল থেকে উদ্ধার

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ত্রিপুরার চণ্ডীপুর বিধানসভা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধারের ঘটনায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে ঊনকোটি জেলায়। বৃহস্পতিবার এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়। মোবাইল লোকেশন ট্রেস করে জানা যায়, নিখোঁজদের অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলাং থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি আরও জানান, রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকর (আইপিএস) ও অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহন (আইপিএস)-এর সরাসরি সমন্বয়ের ফলে এই অভিযান সফল হয়। অরুণাচল প্রদেশ পুলিশ ২৪ জনকেই নিরাপদে উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই তাদের ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে।

এই সফল উদ্ধার অভিযানে ঊনকোটি জেলা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ। নিখোঁজদের নিরাপদে উদ্ধারের খবরে সামাজিক মাধ্যমেও স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *