পরিবার নিয়ে বরাক এডুকেশন সোসাইটির ২২তম অধিবেশন

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : প্রথমবারের মতো পরিবারের প্রত্যেক সদস্যেদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করল বরাক এডুকেশন সোসাইটি। রবিবার সোসাইটির ২২তম এই অধিবেশন অনুষ্ঠিত হয় হোটেল ইলোরায়। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তথা সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ড০ আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে কেন্দ্রীয় সাধারণ সচিবের পক্ষে সোসাইটির প্রতিবেদন ও হিসেব উপস্থাপন করেন সাধারণ সচিব আইনজীবী মাহমুদ হোসেন মজুমদার। পরে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করে সোসাইটির ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করা হয়। এরমধ্যে গুনগত শিক্ষার প্রসার, সমাজ হিতৈষী বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সরকারের জনস্বার্থ বিষয়ে গৃহীত কার্যসমুহে সহযোগী হওয়া ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। শেষে সোসাইটির পঞ্জীয়ন পুনর্নবীকরণ দেরিতে হওয়াতে অনেক পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠেনি। এজন্য পূর্বতন কমিটির মধ্যে আরো কিছু সদস্যদের সংযুক্তি ঘটিয়ে সোসাইটিকে শক্তিশালী করে চলতি বছরেরও কার্যভার সামলে নেয়ার দায়িত্ব অর্পণ করা হয়।

পরিবার নিয়ে বরাক এডুকেশন সোসাইটির ২২তম অধিবেশন

পূর্ণ কমিটি এরকমের-সভাপতি ড০ আলাউদ্দিন মণ্ডল, কার্যকরী সভাপতি আইনজীবী তাজ উদ্দিন লস্কর, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড০ শুভদীপ রায়চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কর্মী জামিল আহমেদ বড়ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড০ বাহারুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক লালমিয়া লস্কর, যুগ্ম সম্পাদক ইকবাল বাহার লস্কর (প্রচার), সহকারী সম্পাদক আবুল হোসেন লস্কর (নতুন সংযুক্তি), আইনজীবী মাহমুদ হোসেন মজুমদার, ড০ রুহুল আমিন, কর্মসূচি সংযোজক ও সোসাইটির মুখপত্র সম্পাদক ড০ নজমুল হোসেন লস্কর, ছাত্র কল্যাণ সচিব রাগীব হোসেন চৌধুরী, মহিলা কল্যাণ সচিব ড০ আয়েসা আফসানা (নতুন সংযুক্তি)। কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় সংযোজক ড০ আবুল হাসান চৌধুরী, সদস্য ড০ সাদিক আহমদ লস্কর, ড০ আলি হোসেন বড়ভূইয়া, ড০ বিমল সিংহ, দিদারুল ইসলাম তালুকদার, লাইলী বেগম বড়ভূইয়া, আমির আহমদ বড়ভূইয়া, আলতাফ হোসেন বড়ভূইয়া, জাকারিয়া আহমদ বড়ভূইয়া (অতিরিক্ত ভাবে কাছাড় জেলা সংযোজক) ও বিশিষ্ট সংস্কৃতকর্মী মিলন উদ্দিন লস্কর (নতুন সংযুক্তি)।

পরিবার নিয়ে বরাক এডুকেশন সোসাইটির ২২তম অধিবেশন

অনুষ্ঠিত সভায় অংশ নেন সোসাইটির অন্যতম উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী‌, সোসাইটির কেন্দ্রীয় সংযোজক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের উপ নিবন্ধক ড০ আবুল হাসান চৌধুরী, সোসাইটির উপদেষ্টা তথা সোনাই কলেজের অধ্যক্ষ ড০ বাহারুল ইসলাম লস্কর, সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সচিব লাল মিয়া লস্কর, বিমা আধিকারিক আবুল হোসেন লস্কর, অধ্যাপক শুভব্রত রায়চৌধুরী, আইনজীবী তাজ উদ্দিন লস্কর, দিদারুল তালুকদার, মিলন উদ্দিন লস্কর, ইকবাল বাহার লস্কর প্রমুখ। সভায় নিজেদের বিভাগে সদ্য পদোন্নতি পাওয়া ড০ আলাউদ্দিন মন্ডল, ড০ শুভদীপ রায়চৌধুরী, ড০ আবুল হাসান চৌধুরী ও আবুল হোসেন লস্করকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। এছাড়া সোসাইটির পঞ্জীয়নে বিশেষ অবদান রাখায় মাহমুদ হোসেন মজুমদার ও জামিল আহমেদ বড়ভূইয়াকেও সম্মানিত করা হয়। সভা সঞ্চালনা করেন লালমিয়া লস্কর। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জামিল আহমেদ বড়ভূইয়া। সবশেষে সোসাইটি আয়োজিত এক গেট টুগেদারে পরিবারের সব সদস্যদের নিয়ে অংশ নেন সদস্যরা।

Author

Spread the News