১৫ নভেম্বর : ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল আলোচনা। এবারের ফলাফল ছিল রীতিমতো অপ্রত্যাশিত। যদিও জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিপুল জয় নিয়ে সরকার গঠনের পথে, তবুও বিহারের রাজনীতিতে অপ্রত্যাশিত এক মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিয়েছে। এনডিএ জোট ২৪২টি আসনের মধ্যে ২০২টিতেই বিশাল জয় পেয়েছে।অন্যদিকে, মহাজোট মাত্র ৩৫টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।

বিজেপি এই নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তাদের জোটসঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) রয়েছে দ্বিতীয় স্থানে। এই দুর্দান্ত জয়ে বিজেপি উচ্ছ্বসিত হলেও, মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তুত নীতিশ কুমার চাইলে কিন্তু বিজেপির সমর্থন ছাড়াই বিহারে সরকার গড়তে পারেন। প্রশ্ন উঠছে, বিপুল সংখ্যক আসন জেতার পরও এনডিএ-কে বাদ দিয়ে অন্য সরকার গঠন করা কি সত্যিই সম্ভব?


