ধলাইয়ে চারটি লরি থেকে ২০০০ বস্তা সার উদ্ধার, গ্রেফতার চার

বরাক তরঙ্গ, ২৭ মে : ধলাই পুলিশের বৃহৎ সাফল্য। বার্মিজ সুপারির পর এবার ধলাই পুলিশের হাতে ধরা পড়ল ইউরিয়া সার বোঝাই  চারটি লরি। গ্রেফতার করা হয়েছে চারজনকে। গত ২৪ ঘন্টায় ধলাই থানার সামনে তল্লাশি চলাকালীন সময়ে শিলচর দিক থেকে মিজোরাম অভিমুখে যাওয়া AS-01-DD-0118, AS-01-EC-4953, AS-01-FC-6509 এবং AS-01-PC-6510 চারটি গাড়ির গতি রোধ করে পুলিশ। পুলিশি তল্লাশিতে বেরিয়ে আসে অসমের কৃষকদের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার অবৈধ উপায়ে গাড়ি বোঝাই করে মিজোরামের প্রচার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ গালিগুলোকে আটক করে। গ্রেফতার করা হয় গাড়ি গুলির  চালকদেরকে।

ধলাইয়ে চারটি লরি থেকে ২০০০ বস্তা সার উদ্ধার, গ্রেফতার চার
ধৃত চারজন।

ধৃতরা হলেন, শিলচর সদর থানার আওতাধীন শালচাপড়ার, ঘাগরাপার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সাহারুল বড়ভূইয়া (২৯) ও কমরুল ইসলাম (৩৬)। বাকি দু’জন হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানা এলাকার কালীনগরের বাসিন্দা অসীম দাস (২৭) ও করিমগঞ্জ জেলার চাঁদশ্রীকোনার বাসিন্দা উত্তম দাস (২৭)। গাড়িগুলোর থেকে উদ্ধার হয়, Bharatiya Jan Urvarak Pariyojna possessed” ব্র্যান্ডের ৪৫ কেজি ওজনের ২০০০ বস্তায় মোট ৯০০০ কেজি ইউরিয়া সার। পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক : আরএইচ মজুমদার, ধলাই।

Author

Spread the News