২৯ ডিসেম্বর : আমেরিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেঙ্গানার দুই তরুণী। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম পুল্লাখন্দম মেঘনা রানি (২৫) এবং কাদিয়ালা ভাবনা (২৪)।
জানা গিয়েছে, মেঘনা ও ভাবনা দুজনেই তেলেঙ্গানার মাহবুবাবাদ জেলার বাসিন্দা ছিলেন। প্রায় তিন বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তাঁরা আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর তাঁরা চাকরির খোঁজও করছিলেন। সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু ক্যালিফোর্নিয়ার আলাবামা হিলসের কাছে একটি দুর্গম পথে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেঘনা ও ভাবনার মৃত্যু হয়।
দুই তরুণীর অকাল প্রয়াণে তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবার তেলেঙ্গানা সরকার তথা ভারতের বিদেশ মন্ত্রকের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁরা সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেছেন, যাতে দেহগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করা যায়। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসন দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া এই দুই প্রতিভাবান তরুণীর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ সকলে।


