বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : কাটিগড়ায় ছয় নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বাইক ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন, পাশাপাশি আরও এক মহিলা আংশিকভাবে আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাইক আরোহী আব্দুল হানিফ লস্কর ও জয়দীপ শুক্লবৈদ্য। আহত অপর মহিলা সবিতা শুক্লবৈদ্য। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।



