সোনাবাড়িঘাটে থেমে থাকা টিপারে ধাক্কা ভ্যানের, আহত ৩

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : সোনাবাড়িঘাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। রবিবার রাত ১২টা নাগাদ একটি থেমে থাকা টিপারে ধাক্কা দেয় একটি ভ্যান। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভ্যান গাড়ি। ভ্যানের চালক সহ দুই যাত্রী আহত হন। স্থামীয়রা জানান, এএস ১১ডি ২৬৬৫ নম্বরের ভ্যান সোনাই দিক থেকে এসে মোড় নেওয়ার সময় থেমে থাকা টিআর ০৫ জে ১৫৪৬ নম্বরের টিপারে সরাসরি ধাক্কা দেয়। দুঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ওসি দলবল নিয়ে পৌঁছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশ পৌঁছে। পুলিশ দু’টি দুর্ঘটনাগ্রস্ত বাহন ও আরও একটি থেমে থাকা টিপার হেফাজতে নেয়।

পুলিশ আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা হলে সোনাই হায়দরবাজার এলাকার বাসিন্দা। তবে তাঁদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে একজন বয়স্ক লোক রয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *