পরম বৈষ্ণব গণেশ দাসের ১ম প্রয়াণ তিথি পালন শিলচরে

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিলচর ন্যাশনাল হাইওয়ে (তপোবন নগর) এর বাসিন্দা পরম বৈষ্ণব গণেশ দাসের ১ম প্রয়াণ তিথি বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শিলচর আশ্রম রোডের মা অন্নপূর্ণা বিবাহ ভবনে। এদিন প্রয়াত বৈষ্ণব গণেশ দাসের ছেলে অবিনাশ জগজ্যোতির উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে পরম বৈষ্ণব গণেশ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত ধর্মপ্রাণ নাগরিকরা। পরে অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ নাগরিকদের হাতে ৫০ টি শ্রীমদ্ভগবদগীতা ও ২০০ টি গাছের চারা তুলে দেন অবিনাশ জগজ্যোতি সহ আমন্ত্রিত অতিথিরা। উল্লেখ্য পরম বৈষ্ণব গনেশ দাস গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং দীর্ঘ ত্রিশ বছর তিনি গীতার বাণীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তথা সনাতন ধর্ম সম্পর্কে প্রচার করেছেন। 

এদিন বৈষ্ণব গণেশ দাসের বিভিন্ন সেবা মূলক কাজ ও গীতার বাণী প্রচারের মাধ্যমে হিন্দু সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী প্রবাল পাল চৌধুরী ও সুব্রত নন্দী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক বিজয় পুরকায়স্থ, শঙ্কু ধর, বিমান সিনহা, অসীম ভট্টাচার্য, সুকান্ত রায় সহ অন্যান্যরা। 

Author

Spread the News