হাইলাকান্দিরতে চন্দ্রযানের প্রথম বর্ষপূর্তি উদযাপন
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : হাইলাকান্দি শহরের প্রখ্যাত সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রিসাইন্সিয়া ও দিবাকর ট্রাস্ট এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যমে উদযাপিত হয় ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবস। ২৩ আগস্ট স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মূলত গত বছর এ দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) পরিচালিত চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যাণ্ডার চাঁদে সফলভাবে অবতরণ করেছিল। তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই তারিখে দেশব্যাপী জাতীয় মহাকাশ দিবস পালনের কথা ঘোষণা করা হয়। সেই সুবাদে এবছরের ২৩ আগস্ট ভারতবর্ষে প্রথমবারের মতো জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হয়। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রিসাইন্সিয়া স্কুল এর বিভিন্ন কার্যসূচীর মধ্যে প্রথমে ছিল ছাত্রছাত্রীদের পোস্টার উপস্থাপন। নবম, একাদশ ও দাদশ শ্রেণীর বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীরা পোস্টার প্রেসেন্টেসনের মাধ্যমে তুলে ধরে মহাকাশ গবেষণায় ভারতীয় দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন যুগান্তকারী আবিষ্কার সংক্রান্ত তথ্যগুলো। নিজের হাতে সাজানো ‘পোস্টার প্রেসেন্টেসন’ কার্যসূচীতে অংশগ্রহণ করে আয়ুষী সাহা, দেবাঞ্জনা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দাস, রাজদীপ নাথ, তপস্বিনী শর্মা মজুমদার, গৌরব ঘোষ, প্রতীক্ষা চৌধুরী, অনির্বান চক্রবর্তী, দেবার্ঘ্য দাস, প্রতীক দেব, সালেহ আহমেদ চৌধুরী, অঙ্কিত বরাল, কনিকা সেনগুপ্ত, আঁচল অগ্রহারী, আয়ুষ সাহু ও আদিত্য অগ্রহারী, নিহা সুত্রধর, জয়ীতা মজুমদার, সুদেষ্ণা মালাকার ও অদ্রিজা দাস, মাইসা জাবিন লস্কর, মানসী চক্রবর্তী, কঙ্কিতা দত্ত ও জুহি চক্রবর্তী, ভার্গব ভট্টাচার্য্য, ঋষিরাজ ভট্টাচার্ ও বিষ্ণু দেব, অর্পিতা দেব, দেবপ্রিয়া পাল, প্রিয়াঙ্কা শিং ও তামান্না বেগম। পোস্টার প্রেসেন্টেসনের সমান্তরাল পর্বে শুরু হয় জ্যোতির্বিগান বিষয়ক বিশেষ বক্তব্যসভা ও ক্যুইজ প্রতিযোগিতা।
তারপর শুরু হয় আলোচনা সভা। এতে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য প্রোজেক্টরের মাধ্যমে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কৌতুহলোদ্দীপক ভিডিও দেখানো হয়। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখে একাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা দাস। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন অসম বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানপ পিএইচডি প্রাপক প্রিসাইন্সিয়া স্কুল এর অধ্যক্ষ তথা বরাক এস্ট্রোনমি ক্লাব এর অন্যতম সদস্য ড. পারিজাত দেব রায়। বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল মহাকাশ এর অসংখ্য নক্ষত্রপুঞ্জ ও সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহের অজানা তথ্যগুলোর সঙ্গে ছাত্রছাত্রীদের অবগত করিয়ে দেওয়া। বক্তব্য সভা সঞ্চালনা করেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষিকা কনকাঞ্জলি শর্মা। মহাকাশ বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন প্রিসাইন্সিয়া স্কুলের অন্যতম গণিতশিক্ষক প্রসেনজিৎ চৌধুরী। মুক্ত ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫৪ জন ছাত্রছাত্রী। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ড. অভিজিৎ মিত্র।
এদিনের অনুষ্ঠানে স্কুল এবং ট্রাস্টের সদস্য তথা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অ্যাকাডেমিক ডিরেক্টর অঞ্জনকুমার সাহা, উপাধ্যক্ষ চিন্ময় দত্ত, জুয়েল দাস, নিবেদিতা চক্রবর্তী, বর্ণালী পাল ও রিম্পি চক্রবর্তী। অনুষ্ঠান আয়োজনে স্কুলের অশিক্ষক কর্মচারীদের মধ্যে সহযোগিতা করেন পার্থসারথী দে, বিশাল দেব রায়, শংকর দাস ও আবুল কালাম চৌধুরী। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।