বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : গোটা রাজ্য ঠাণ্ডায় কাবু। শীতে কাঁপছে রাজ্যবাসী। বরাক-ব্রহ্মপুত্র দুই উপত্যকায় ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। এমতাবস্থায় সকালে স্কুলে যাওয়া পড়ুয়াদের ক্ষেত্রে এক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কামরূপ মেট্রো স্কুল ছয়দিন ছুটি ঘোষণা করেছে। এবার হাইলাকান্দি জেলাও দু’দিন ছুটি ও সময়সূচি পরিবর্তন করেছে। আগামী ১ ও ২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছেন স্কুল পরিদর্শক। এ দু’দিন শুধুমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত সকল বিদ্যালয় বন্ধ থাকবে। মাধ্যমিক বিভাগ (নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি) আগামী ১ ও ২ জানুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিতভাবে চালু থাকবে।
৩ জানুয়ারি থেকে এলপি, ইউপি, হাইস্কুল, সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল ১০টা থেকে শুরু হবে। এলপি চলবে ২টা পর্যন্ত, ইউপি ক্লাস বেলা ২-৩০টা ও বাকি ক্লাস ৩টে ছুটি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিদ্যালয়ে নিম্নলিখিত নতুন সময়সূচি অনুসরণ করা হবে।
এ দিকে, কাছাড়ে সময়সূচি পরিবর্তন করা হয়। সকাল দশটা থেকে শুরু হবে ক্লাস।



