১০ ডিসেম্বর : দিনকয়েক আগে হংকংয়ে বহুতলে আগুন লেগে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। আর এবার পাশাপাশি থাকা দু’টি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। চারতলা ওই দু’টি বিল্ডিং ভেঙে পড়ে মরক্কোর অন্যতম প্রাচীন এবং ঘনবসতিপূর্ণ শহরে ফেজ-এ। দুর্ঘটনায় অন্তত ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
গুরুতর আহত আরও ১৬ জন। প্রশাসনের তরফে বলা হয়েছে, অল-মুস্তাকবাল এলাকায় রয়েছে বিল্ডিং দু’টি। সেখানে আটটি পরিবার বসবাস করত। বিল্ডিংগুলি যে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে ছিল তার লক্ষণ দেখা গিয়েছে।


