গোয়ায় কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন শিলচরের সমর্পিতার
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : এনকে অ্যাকাডেমির ব্যবস্থাপনায় ফ্যাশন স্টার অব ইন্ডিয়া শো-তে কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন করল শিলচরের কন্যা সমর্পিতা চৌধুরী। ১২ সেপ্টেম্বর গোয়ায় আয়োজিত হওয়া ফ্যাশন স্টার অব ইন্ডিয়া শো-তে অংশ গ্ৰহণ করে ক্ষুদে শিল্পীদের মধ্যে সমর্পিতা চৌধুরী কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন করে। ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সব বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
ক্ষুদে শিল্পীদের প্রতিযোগিতায় অংশ নেয় শিলচর শরৎপল্লীর বাসিন্দা মৃদুল চৌধুরী ও স্মৃতি চৌধুরীর নয় বছরের কন্যা সমর্পিতা চৌধুরী। বুধবার সমর্পিতা চৌধুরী শিলচর এসে জানায়, এই ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শো-তে অংশ গ্ৰহণ সে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছে ও ভবিষ্যৎতে সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করবে।
এদিন সমর্পিতার বাড়িতে গিয়ে অভিন্দন জানান শিলচরের মধ্য শহর মহিলা মোর্চার সভাপতি অতসী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুপর্ণা তিওয়ারি। তাঁরা সবাই সমর্পিতা চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, সে বিগত পাঁচ বছর থেকে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে এই অঞ্চলের বিভিন্ন ফ্যাশন শো-তে অংশ গ্রহণ করে এবং বিজয়ী হয় এই সুবাদে তাকে গোয়ায় অনুষ্ঠিত হওয়া ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোতে অংশ গ্ৰহনের সুযোগ করে দেন এই ফ্যাশন শো-র ফেসিয়াল গেস্ট অপি ভট্টাচার্য। এই শো-অর্গানাইজার ছিলেন কুস্তব এন হাজরিকা ও নিতু হাজরিকা এবং বিচারক হিসেবে ছিলেন শাশ্বত দ্বিবেদী, জেসিকা পাটিল ও করণ জামুণি।