হাইওয়েতে ধসে খাদে পড়ল ১৮টি গাড়ি, ১৯ জনের মৃত্যু চিনে

১ মে : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চিন। চিনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের একাংশ ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ভোরে চিনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে এস১২ হাইওয়ের ১৭.৯ মিটার প্রসারিত অংশ ধসে যায়। খাদে পড়ে যায় ১৮টি গাড়ি। সেখান থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।

এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি, বন্যা এবং মারাত্মক টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংডংয়ের বিভিন্ন এলাকা।

Author

Spread the News