গহপুর থেকে অরুণাচল প্রদেশ থেকে চুরি হওয়া ১৮টি বাইক উদ্ধার

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : অরুণাচল প্রদেশ থেকে চুরি হওয়া ১৮টি বাইক উদ্ধার করা হয়েছে গহপুরে। গহপুরের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে রাখা অবস্থায় গহপুর পুলিশের সহযোগে অরুণাচল পুলিশ উদ্ধার করে। দু’দিনে গহপুর থানার অন্তর্গত ব্রহ্মপুত্রের তীরে রাওনামুখ থেকে উদ্ধার করা হয়েছে বাইক গুলো।  

২ লক্ষ টাকা থেকে শুরু করে ৮০ হাজার, ১ লক্ষ টাকায় বিক্রি করার জন্য বাইক এবং স্কুটি গুলো রেখেছে বৃহৎ বাইক চোরচক্র। ওই সব এলাকায় জলের দরে বিক্রি করছে বাইক-স্কুটি। এত কম দামে বিক্রি করা নিয়ে স্থানীয়দের মধ্যে চর্চা শুরু হয়েছে।

এ দিকে, রাওনামুখে চোরাই মোটরসাইকেলের একটি বড় নেটওয়ার্ক রয়েছে, যা গহপুর পুলিশের চূড়ান্ত ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করেছে অরুণাচল পুলিশ। আশ্চর্যের বিষয়, অভিযানে কোনো বাইক চোরকে আটক করা হয়নি।

Author

Spread the News