মেডিক্যালের ১৫ জন ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার, ৩ জন আজীবন

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রদের মারপিট কাণ্ডে ১৫ জন ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জিএমসিএইচ শিক্ষার্থীরা খ্রিস্টান বস্তিতে একটি বারে মারধরের পর এই সিদ্ধান্ত নেয় বিভাগীয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যে বারে গিয়ে মদ্যপানের কথা স্বীকার করেছে তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বারে যান শিক্ষার্থীরা। ঘটনা থেকে জানা যায়, এক জুনিয়র ডাক্তারসহ ছাত্ররা মদ্যপ অবস্থায় বার কর্মচারীকে মারধর করে।

বার কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রথমে তারা। এরপর আরও ১৫ জন ছাত্র বারে আসে। এ ঘটনায় বার ম্যানেজার আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একজন ছাত্রও আইসিইউতে রয়েছে।

জিএমসিএইচ তিন ছাত্রকে ছয় মাস ও আজীবনের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল। হোস্টেল নং ৪-এর নিউ ব্লকের ছাত্ররা হল হোজাইয়ের ঋষিকেশ বিপাক্ষ (স্নাতক তৃতীয় বর্ষ), গোলাঘাটের জুনিয়র চিকিৎসক শুভ্রাংশু শইকিয়া এবং মঙ্গলদৈয়ের শশাঙ্ক কাশ্যপ ৷

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আরও ১৫ জন ছাত্রকে তিন মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অচ্যুত বৈশ্য। বৈশ্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Author

Spread the News