আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত ১৫

আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত ১৫

২৫ ডিসেম্বর : মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তানের উপর বিধ্বংসী বিমান হামলা চালাল পাকিস্তান। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের পাক্তিকা অঞ্চলের বরমল জেলায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় একই পরিবারের ৫ সদস্য মারা গিয়েছেন। গৃহহীন হয়ে পড়ছেন কয়েক হাজার বাসিন্দা। ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে তালিবান প্রশাসন।

সংবাদ সূত্রে জানা যায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এতে আরও বলা হয়েছে, পাক বাহিনীর বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ও বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে। এই হামলা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিষোধের কড়া হুমকি দিয়েছে তালিবানও।

আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত ১৫

Author

Spread the News