শ্রীভূমি জেলায় ভোট কেন্দ্র রেশনেলাইজেশন নিয়ে সভা, ২৮ ডিসেম্বরের আগে দাবি আপত্তি পরামর্শ জানাতে আহ্বান
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার ভোট কেন্দ্রগুলির রেশনেলাইজেশন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, সহকারী আয়ুক্ত রংবামন টেরন, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী দল, এআইইউডিএফ, সিপিআই ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তা এবং নির্বাচক নিবন্ধন আধিকারিকরা অংশ গ্রহণ করেন।
সভায় নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ডিসেম্বর। তাই এই চুড়ান্ত প্রকাশনার আগে রাজনৈতিক দলের কর্মকর্তা, ব্যক্তি বিশেষের কারও যদি ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের রেশনেলাইজেশন সংক্রান্ত কোন ধরণের দাবি, আপত্তি বা পরামর্শ থাকে তবে তা ২৭ ডিসেম্বর অপরাহ্নের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচক নিবন্ধন আধিকারিক বা ইআরও অথবা সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিক বা এইআরও এর মাধ্যমে জানাতে বলা হয়। পাশাপাশি, সভায় জানানো হয় যে যেসব ভোট কেন্দ্র এলাকায় ১২০০ থেকে অধিক ভোটার রয়েছেন সেখানে পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হবে। সেক্ষেত্রে একই প্রাঙ্গণে অক্সিলারি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হবে। এছাড়া সভায় বিগত লোক সভা নির্বাচনে যেসব ভোট কেন্দ্র নিশ্চিত নূন্যতম সুবিধা বা এএমএফ ভোট কেন্দ্র রয়েছে সেইসব স্থানে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের প্রাথমিকতা থাকবে বলে জানানো হয়।