নিখোঁজ নাবালিকার বিহার সেনা এলাকায় দেহ উদ্ধার

নিখোঁজ নাবালিকার বিহার সেনা এলাকায় দেহ উদ্ধার

২৫ ডিসেম্বর : দিল্লিতে ভয়ঙ্কর কাণ্ড। রাজধানীর শঙ্কর বিহার সেনা এলাকায় নিখোঁজ ৮ বছরের মেয়ের দেহ উদ্ধার গিরে চাঞ্চল্য। ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

সোমবার সন্ধ্যা থেকেই নাবালিকা মেয়েটি নিখোঁজ ছিল। সারারাত খুঁজেও মেয়ের সন্ধান পাননি তার বাবা-মা। পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। শেষে মঙ্গলবার সকালে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয় শঙ্কর বিহার সেনা এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ মামলা রুজু করেছে এবং ওই সেনা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃতার পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বিচারের দাবিতে স্থানীয়রা জাতীয় সড়ক জয়পুর রোড অবরোধ করে।

দিল্লি ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার বলেছেন, “স্থানীয় সামরিক কর্তৃপক্ষ এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। তদন্তে পুলিশকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। আমরা শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। যে কোনও ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখছি।”

নিখোঁজ নাবালিকার বিহার সেনা এলাকায় দেহ উদ্ধার

Author

Spread the News