বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বড়খলা এলাকার খ্যাতনামা ও প্রবীণ কংগ্রেস নেতা জমির উদ্দিন বড়ভূইয়া আর নেই। সোমবার ভোরবেলায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি দুইবার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং দুইবার সমবায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত ছিল এবং এই কারণেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন।
এ দিন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়ের নেতৃত্বে কংগ্রেস দলের একটি প্রতিনিধিদল বরখোলায় , প্রয়াত বড়ভূইয়ার বাসভবনে গিয়ে , এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করে।দীর্ঘদিনের কংগ্রেস যোদ্ধার প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের নিদর্শন হিসেবে সঞ্জীব রায় তাঁর মরদেহে কংগ্রেস দলের পতাকা অর্পণ করেন।এছাড়াও তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এবং সমগ্র কংগ্রেস পরিবারের পক্ষ থেকে শোকবার্তাও জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত নেতার পুত্র মায়াজুল বড়ভূইয়া বর্তমানে কংগ্রেস দলের একজন সক্রিয় সদস্য। এই প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা তাঁর পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


