নরসিংহপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত ১১, সঙ্কটজনক চালকসহ ৩
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : রবিবার সকাল আনুমানিক ৬ টার দিকে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংহপুর স্বর্ণলক্ষী হাইস্কুলের সামনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের এক সূত্র মতে জানা গিয়েছে, আইজলের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী সুমো গাড়ি অন্য একটি গাড়িকে অভারটেক করার সময় উল্টো দিক থেকে দ্রুতগামী পণ্যবাহী লরির সামনে পড়লে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে। সুত্রটি জানান, সুমোতে থাকা চালক সহ মোট ১১ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। এরমধ্যে চালক সহ সামনে বসা ৩ জন যাত্রীর অবস্থা সঙ্কট জনক।
দুর্ঘটনার পর সুমো চালক সহ ৩ জন যাত্রী ফেঁসে যান গাড়িতে। তাদের স্থানীয় মানুষ ও পুলিশ অনেক প্রচেষ্টার পর বের করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে উপস্থিত হয় ধলাই পুলিশ। এরপর পৌঁছে সোনাই পুলিশ। সোনাই ও ধলাই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
প্রাপ্ত তথ্য মতে দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন মিলন কান্তি (২৫), শুমানি চাকমা (২৫), বিজয় দাস (২৯), সুশীল বিরদু (৩৬), নীলাকুমার চাকমা (৪৫), বিটন চাকমা (২৭), ইদাট চাকমা (৩৫), বাসু চাকমা (৪০), চিতরাঞ্জন চাকমা (৩৬) ও গাব্বার সিং চাকমা (৩৬) আহতদের মধ্যে বিজয় দাসকে বাদ দিয়ে বাকি সকলেই মিজোরামের বাসিন্দা বলে জানা যায়।