পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অসমে বিভিন্ন জেলায় অভিযান, ধরা পড়ল ১১ জন বাংলাদেশি মৌলবাদী

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : STF–এর জালে ধরা পড়েছে মোট ১১ জন বাংলাদেশি মৌলবাদী। মঙ্গলবার অপারেশন ‘প্রতিঘাত’ প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি অসমে মৌলবাদী শক্তির উৎখাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ অভিযানের অংশ হিসেবে দেশের তিনটি রাজ্যে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। STF–এর জালে ধরা পড়েছে মোট ১১ জন বাংলাদেশি মৌলবাদী। অসমের দরং, চিরাং, বরপেটা ও বাকসা জেলায় এই অভিযান চালানো হয়েছে।

পার্থ সারথি মহন্ত জানান, অসম লিংকের মাস্টারমাইন্ড তামিম ইসলাম STF–এর হাতে গ্রেফতার হয়েছে। এই অভিযানে জামাত-উল-মুজাহিদীনের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সব সদস্যই অসমে ঘাঁটি গেড়েছিল। অসমের পাশাপাশি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও STF অভিযান চালিয়েছে। মৌলবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। JMB–র সদস্যরা ‘ডিজিটাল জেহাদ’ শুরু করেছিল, বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে। সামাজিক মাধ্যম ব্যবহার করে এই ডিজিটাল জেহাদ চালানো হচ্ছিল। অসমে ডিজিটাল মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা বাংলাদেশে পাঠানো হতো। ধৃত তামিম ইসলামই বাংলাদেশে এই অর্থ পাঠাত। অসম তথা গোটা ভারতকে অশান্ত করার লক্ষ্যেই এই মৌলবাদী শক্তিগুলি কাজ করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *