২২ জানুয়ারি : ফের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ানের দল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেল গভীর খাদে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই ১১ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাকিরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ১১ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিক সেনা।
পুলিশ আরও জানিয়েছে, ডোডা জেলায় বাদেরওয়াহ চাম্বা এলাকায় ঘটনাটি ঘটেছে। বুলেটপ্রুফ গাড়িতে ১৭ জন সেনা জওয়ান ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।



