শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০৩ তম জন্মজয়ন্তী সাড়ম্ভড়ে পালন শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : সমগ্ৰ বিশ্বে ছড়িয়ে থাকা ১৮২ টির বেশি ছড়িয়ে থাকা আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক আনন্দমূর্তিজীর ১০৩ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে ও প্রতি বছরের ন্যায় এ বছরও শিলচর রবীন্দ্র সরণি স্থিত আনন্দমার্গ আশ্রমের বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে আনন্দমূর্তিজীর জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এদিন ভোর ৬-০৭ মিনিটে জন্মক্ষণ ঘোষণা ও প্রদীপ প্রজ্বলন, প্রভাত সঙ্গীত পরিবেশন, কীর্তন পরিবেশন, সমবেত সাধনা, গুরু প্রণাম ও চরম নির্দেশ, বাণী পাঠ, শোভাযাত্রা, প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্তন, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন ও বিকেলে দুঃস্থদের বস্ত্র বিতরন করা হয়।

সাধন পুরকায়স্থ, সমর পাল,পান্না রায় নিজ-নিজ বক্তব্যে উভয়েই বলেন,আনন্দ মার্গ দর্শন হল সর্বানুস্যূত দর্শন অর্থাৎ এই দর্শনে মানুষের মানসিক, জাগতিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ ক্ষুধা নিবারণের জন্য সমগ্র বিশ্বে ১৮০টিরও বেশি দেশে আনন্দ মার্গ প্রচারক সংঘ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আনন্দ মার্গ দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এক মানবসমাজ গঠনে বদ্ধপরিকর। এটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ে সীমাবদ্ধ না থাকায় সারা বিশ্বে ব্যাপক ভাবে আলোড়ন তৈরি করেছে। তাই বিভিন্ন সময় সংঘটনটিকে বহু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তারপরেও সংঘটনটির আর্দশকে মুছে ফেলা সম্ভব হয়নি। এটি স্বীকার করে যে অস্তিত্বের আধ্যাত্মিক এবং জাগতিক দিকগুলির মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন এবং একটিকে অন্যের মূল্যে অবহেলা করা উচিত নয়।তাই আনন্দ মার্গের লক্ষ্য হল “আত্ম-উপলব্ধি এবং বিশ্বজগতের কল্যাণ।” সহযোগীতায় উপস্থিত ছিলেন সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ,মানবেন্দ্র ধর, আনন্দ মার্গ শিলচরের ভুক্তি প্রধান পান্না রায়, পার্থ মালাকার, রাজেশ ভট্টাচার্য, তপন দাস, রুবি রায়, ববি রায়, চন্দনা পুরকায়স্থ সহ অনেকে।

Author

Spread the News