বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : সমগ্র অসমের পাশাপাশি মরিগাঁও জেলাতেও জেলা প্রশাসনের উদ্যোগে তরুণ রাম ফুকন স্টেডিয়ামে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস পালিত হয়েছে। অসমের অস্তিত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গকারী বীর শহিদদের মহান ত্যাগ ও বলিদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই দিবসের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের কর্মসূচির শুরুতে প্রদীপ প্রজ্বলন করা হয়, যা শহীদদের স্মৃতিতে এক পবিত্র ও গম্ভীর পরিবেশ সৃষ্টি করে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১০২টি শহিদ ও নির্যাতিত পরিবারকে ফুলাম গামছা দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মায়াঙ সার্কল অফিসার প্রিয়ঙ্কা গগৈ।
জেলা আয়ুক্ত অনামিকা তেওয়ারি সকলকে স্বাগত জানিয়ে একটি ভাষণ দেন। এরপর সভার প্রধান অতিথি বিধায়ক রমাকান্ত দেওরি শহিদদের মহান ত্যাগ ও বর্তমান সরকার কর্তৃক শহিদ পরিবারের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন। মরিগাঁওয়ে আয়োজিত জেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মরিগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেওরি, জেলা আয়ুক্ত অনামিকা তেওয়ারী, পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল, জেলা উন্নয়ন আয়ুক্ত অর্পা বাগলরী, অতিরিক্ত জেলা আয়ুক্ত অনসূয়া শর্মা, রাকেশ ডেকা ও নীতিশা বরার পাশাপাশি বিভিন্ন বিভাগের আধিকারিকরা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একেবারে শেষে, উপস্থিত সকলেই দাঁড়িয়ে সমবেত কণ্ঠে “ শহিদ প্রণামো তোমাক” সংগীত পরিবেশন করেন, যা শহীদদের প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদনের মাধ্যম হয়ে ওঠে।


