দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : বিশ্ব মানবতার বার্তাবাহী আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী সত্য সাঁই বাবার শততম জন্মোৎসব রবিবার শিলচরের সার্কিট হাউস রোডের সত্য সাঁই বাবার মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হয়েছে। দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভজন, সেবামূলক কর্মসূচি ও মানবকল্যাণমূলক উদ্যোগের মধ্য দিয়ে অঙ্গীকৃত হয়েছে তাঁর দীক্ষা ও উপদেশ — “মানবতার সেবা হল ঈশ্বরের সেবা।”কর্মসূচির সূচনা হয় ভোর ৪টা ৪৫ মিনিটে ‘ওমকারম’, ‘সুপ্রভাতম’ ও নগর সংকীর্তনের মধ্য দিয়ে। এরপর সকাল ১০টা থেকে আয়োজন করা হয় অষ্টোত্তর শতনাম সম্মিলিত পাঠ, লক্ষ্যমাত্রা ও বাল বিকাশ ভজনের। দিনব্যাপী চলে অতিথিবরণ, অন্নপূর্ণা অমৃত কলসম, নারায়ণ সেবা ও মহাপ্রসাদের বিতরণ। বাল বিকাশ ছাত্রদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল শতবর্ষ পূর্তির স্মরণে ১০০টি প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান, যা উপস্থিত ভক্তদের অন্তরে এক গম্ভীর ধ্যান ও শান্তির পরিবেশ সৃষ্টি করে।কমিটির সদস্যরা জানান, সত্য সাঁই বাবা সর্বধর্মের ঐক্যের আহ্বান জানিয়েছিলেন এবং এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। তিনি হিন্দু ও মুসলিম— উভয় সম্প্রদায়ের ভক্তমণ্ডলীর কাছে এক সাধক হিসেবে পরিগণিত। তাঁকে ঘিরে গড়ে উঠেছে ভ্রাতৃত্ব, পরস্পর শ্রদ্ধা ও মানবসেবার এক বিশ্বজনীন দর্শন।রাষ্ট্রপতির বার্তায় উল্লেখ করা হয়েছে, শ্রী সত্য সাঁই বাবার ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা আজও মানবসেবার এক অনুপ্রেরণা। তাঁর অনুসারীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। আগামী রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে সত্য সাঁই মন্দির প্রাঙ্গণে আয়োজিত হবে এক বৃহৎ রক্তদান শিবির। ইচ্ছুক দাতাদের রক্তদানে অংশগ্রহণ করতে এবং অন্যদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়েছে সাঁই ভাবনা কর্মীদের পক্ষ থেকে।দিনটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী উদয়শঙ্কর চক্রবর্তী, রূপেন্দ্রমোহন দাস সহ স্থানীয় নানা বিশিষ্ট ব্যক্তি ও অসংখ্য ভক্তেরা।


