১০ হাজার বড়ো যুবতী প্রধানমন্ত্রীর সামনে বাগরুম্বা নৃত্য পরিবেশন করবেন

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো শনিবার ১০ হাজার বড়ো যুবতী প্রধানমন্ত্রীর সামনে বাগরুম্বা নৃত্য পরিবেশন করবেন। বিহু ও ঝুমুর নৃত্যের মতো অনুষ্ঠান সফল হওয়ার পর এবার ‘বাগরুম্বা দহৌ’ অনুষ্ঠানও এক নতুন রেকর্ড গড়তে চলেছে।

কিন্তু আপনি কি জানেন, ‘বাগরুম্বা দহৌ’-এর অর্থ কী? ‘বাগরুম্বা দহৌ’ একটি বড়ো শব্দ, যার অর্থ বাগরুম্বার ঢেউ। অর্থাৎ শনিবার সরুসজাইয়ের ভোগেশ্বর বৰুৱা ক্রীড়া প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ১০ হাজার যুবতী বাগরুম্বা নৃত্যের ঢেউ সৃষ্টি করবেন।

উল্লেখযোগ্য যে, খাম, সেরজা, সিফুং, জথা ও জাপশ্রিং—এই পাঁচটি বাদ্যের তালে তালে রঙিন প্রজাপতির মতো নৃত্যে মেতে উঠবেন এই দশ সহস্রাধিক বড়ো নৃত্যশিল্পী। সন্ধ্যা ৬টার পর এই বাগরুম্বা দহৌ অনুষ্ঠান শুরু হবে।
বাগরুম্বা নৃত্যে অংশগ্রহণকারী কিশোরী ও যুবতীরা পরিধান করবেন দখনা, রেগেরেগাং জোমগ্রা, আরণাই, গছলা, চন্দ্রহালা মালা, ফুলকুরি খেরা, আসাম গাঁথা প্রভৃতি ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার। ইতিমধ্যেই ২০ হাজারেরও বেশি প্রবেশপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *