দিল্লির ১০০টি স্কুলে বোমাতঙ্ক, রাশিয়া থেকে ভুয়ো মেল

দিল্লির ১০০টি স্কুলে বোমাতঙ্ক, রাশিয়া থেকে ভুয়ো মেল

১ মে : সাতসকালে রাজধানীতে বোমাতঙ্ক। ভোটের আবহে বুধবার সকাল থেকে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ মিলিয়ে ১০০টি স্কুলে ছড়িয়েছে বোমাতঙ্ক। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়েছে মেল। তাতে এও বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণেই রাখা আছে বোমা। কিছুক্ষণেই বোমা বিস্ফোরণে স্কুল বাড়ি ভেঙে পড়বে। খবর দেওয়া হয় পুলিশে। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্কুল থেকে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ুর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে খবর পাওয়া যায়। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে, কর্তৃপক্ষের কাছে এমনই হুমকি ইমেল এসেছে। শেয পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১০০টি স্কুলে হুমকি মেল এসেছে। যার মধ্যে পাঁচটি স্কুল রয়েছে দক্ষিণ-পূর্ব দিল্লিতে এবং তিনটি স্কুল পূর্ব দিল্লিতে।

এর মধ্যে একটি স্কুলে পরীক্ষা চলছিল। মাঝপথে পরীক্ষা থামিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। চলছে তল্লাশি।

এদিন ভোর ৪ টে নাগাদ স্কুল কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল আসে। ইতিমধ্যে তদন্ত নেমেছে কেন্দ্রীয় সংস্থাও। কে বা কারা এই মেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বোমাতঙ্ক ছড়াতে ভুয়ো মেল পাঠানো হয়েছে স্কুলগুলিতে। ঘটনার তদন্ত চলছে। সূত্রের খবর, হুমকি দেওয়া ভুয়ো মেলগুলি পাঠানো হয়েছে রাশিয়া থেকে।

Author

Spread the News