সিকিমে হড়পা বানে মৃত ১০, নিখোঁজ ৮২, আটকে তিন হাজার পর্যটক

৪ অক্টোবর : হড়পা বানে তছনছ হয়েছে সিকিম। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাতেও। সিকিমের এই হড়পা বানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ৮২ জন। এর মধ্যে রয়েছে ২২ সেনা জওয়ানও। তিস্তা নদীতে হড়পা বান আসায় দার্জিলিংয়েও রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়। বহু মানুষ আটকে রয়েছে সিকিমে। সেখানকার সরকার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন হাজার পর্যটক আটকে রয়েছেন সিকিমে।

বুধবার সকালে সিকিমের গ্লেসিয়ার লেক লোহনাক লেকে ক্লাউডবার্স্টের ঘটনা ঘটে। যার জেরে হড়পা বান দেখা দেয় তিস্তা নদীতে। সিকিমের চুংথাংয়ে একটি নদীবাঁধ সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে। ওই এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সিকিম সরকার ইতিমধ্যেই এই ঘটনাকে বিপর্যয় ঘোষণা করেছে। তিস্তানদীর হড়পা বান ভাসিয়ে দিয়ে সেনার ছাউনিও। এর জেরে বেশ কয়েক জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। এই হড়পা বানের জেরে সিকিমে ১৪টি ব্রিজ পুরোপুরি ভেঙে পড়েছে বলে সিকিম সরকার সূত্রে জানা গিয়েছে।

সেনা জওয়ানদের পাশাপাশি জওয়ানদের বেশকিছু অস্ত্রশস্ত্রও নিখোঁজ বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, সেনা জওয়ানদের ১৭টি ইনসাস এবং ৩১টি মেশিনগান নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। এই হড়পা বান ভাসিয়ে নিয়ে গিয়েছে সেনার বেশ কয়েকটি গাড়িও।

তিস্তার হড়পা বানে ১০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ ভেঙে পড়েছে। ইতিমধ্যে তিস্তায় লাল সতর্কতা জারি হয়েছে। বুধবার সকালে ২৩ জন জওয়ান নিখোঁজ থাকলেও পরে এক জন জওয়ানের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি আহত হলেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ছবি সংগৃহিত,
খবর : tv9 বাংলা।

Author

Spread the News