জিরিঘাটে হেরোইন সহ আটক ১
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : বছরের শেষদিনে অর্থাৎ মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী অভিযানে পুলিশের সাফল্য। লক্ষীপুরের এসডিপিও পার্থপ্রতীম দুয়ারা মঙ্গলবার বিকেলে জিরিঘাটে অভিযান চালিয়ে ১৫৩ গ্রাম হেরোইন সহ এক যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছেন।
ধৃত যুবক জিরিঘাট থানা এলাকার দিঘলির লালমালসম বাইপাই (২২)। ধৃত যুবক একটি অটো চড়ে জিরিঘাট থেকে ফুলেরতলের উদ্যেশ্যে যাওয়ার পথে এসডিপিও পার্থপ্রতীম দুয়ারা পুলিশ দল নিয়ে হাউকি পুঞ্জির সম্মুখে অটো থামিয়ে তাল্লাশি শুরু করেন। এতে এই যুবকের কাছ থেকে ১৫৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাকে অটো সহ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।