বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : মরিগাঁও জেলার মিকিরভেটা থানার অন্তর্গত শিলপুখুরি গ্রামে পুলিশে অভিযান চালিয়ে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা গেছে, মঙ্গলবার রাতে মিকিরভেটা থানার ওসি বিশ্বজ্যোতি শর্মার নেতৃত্বে মহিলা উপ-পরিদর্শক জামিনি বসুমতারি এবং সহকারী উপ-পরিদর্শক ভূবেনেশ্বর দাসের যৌথ অভিযানে মাঝ শিলপুখুরির হারুন রশিদের বাড়ি থেকে ৩১.৩৯ গ্রাম মাদক উদ্ধার করার পাশাপাশি মাদক পাচারকারী হারুন রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, মরিগাঁও জেলার মিকিরভেটা পুলিশে বিভিন্ন সময়ে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে মাদক পাচারকারী ও সেবনকারীদের গ্রেফতার করে জেলে প্রেরণ করে আসছে। তবে ওই অঞ্চলের ড্রাগস পাচারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাদক সেবনকারী যুবকের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এদিকে, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক পাচারের সঙ্গে জড়িত হারুন রশিদের বিরুদ্ধে মিকিরভেটা পুলিশে একটি মামলা পুঞ্জীভূত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


