২০৬ নং দক্ষিণ বোয়ালজুর এলপি স্কুলের শতবর্ষ উদযাপন______
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : গ্রাম বা সমাজকে উন্নত করতে এমনকি জীব শ্রেষ্ঠ হিসেবে মানুষকে গড়ে তুলতে হলে শিক্ষার বিকল্প নেই। সেকথা আজ থেকে ১০০ বছর আগেই কাজিডহর তৃতীয় খণ্ডের বোয়ালজুরের মানুষ বুঝতে পেরে ছিলেন। তাই গড়ে তুলে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া পড়ুয়ারা সমাজকে এগিয়ে নিয়েছেন। সোমবার কাজিডহর তৃতীয় খণ্ডের ২০৬ নম্বর দক্ষিণ বোয়ালজুর এলপি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ দিনের আলোচনা সভায় সাংসদ বলেন, শিক্ষায়ই মানুষকে শ্রেষ্ঠ করে তুলে। আর জ্ঞান অর্জন হল শ্রেষ্ঠত্বের প্রমাণ। মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রাথমিক শিক্ষাই তার দিক নির্দেশক। ফলে প্রাথমিক শিক্ষাকেই গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করে তিনি। শুরু থেকেই পরিকাঠামো গড়ে উঠলে ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠে। তিনি বক্তব্যে যাঁরা এই প্রতিষ্ঠান গড়ে তুলে ছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া বক্তব্য রাখেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক গোয়ালা। মঞ্চে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি অসিমবিজয় নাথ, সম্পাদক তথা প্রধানশিক্ষক সমরকান্তি নাথ, পরিচালন সমিতির সভাপতি দীপনারায়ন গোয়ালা, কোষাধ্যক্ষ রত্নদীপ নাথ প্রমুখ।
এ দিন স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রভাতফেরি বের হয়। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে আর্ট ও আল্পনা। সকাল ১০ থেকে দু’ঘণ্টা চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে শুরু হয় ধামাইল নৃত্য। সবশেষ পুরস্কার বিতরণী ও শংসাপত্র প্রদান করা হয়।


