১৩, ২৬, ২৭ ও ২৮ মার্চ ডিএসএ-র সাংস্কৃতিক উৎসব

রয়েছে বসে আঁকো, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১০ মার্চ : আগামী ১৩, ২৬, ২৭ ও ২৮ মার্চ বসছে জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক উৎসব। ঝুমুর রায় স্মৃতি নামে এবারে এটা হচ্ছে ডিএসএ-র দ্বিতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন। চারদিনের এই আসরে থাকবে বসে আঁকো, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি ও লোক সঙ্গীত প্রতিযোগিতা। বৃহস্পতিবার ডিএসএ-র তুলসীদাস বণিক স্মৃতি প্রেক্ষাগৃহে সাংবাদিকদের এক বৈঠক ডেকে এসবের জানান দেন আয়োজক সংস্থার সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত, সাংস্কৃতিক শাখা সচিব সুখেন সরকার ও স্পনসরার সমর রায় প্রমুখ। সচিব বিজেন্দ্র জানান, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানমালার মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হবে জেলা ক্রীড়া সংস্থার ইণ্ডোর স্টেডিয়ামে। বাদবাকি সব অনুষ্ঠানসমুহ গান্ধী ভবনে হবে।

১৩, ২৬, ২৭ ও ২৮ মার্চ ডিএসএ-র সাংস্কৃতিক উৎসব
ডিএসএ সভাপতি বাবুল হোড়ের হাতে চেক তুলে দিচ্ছেন সমর রায়।

সাংস্কৃতিক সম্পাদক সুখেন সরকার জানান, ১৩ মার্চ হবে বসে আঁকো। ইন্ডোর স্টেডিয়ামে (ব্যডমিণ্টন হল)। ৫ টি বিভাগে বসবে প্রতিযোগিতার আসর। এরমধ্যে ক বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, খ বিভাগে তৃতীয় ও চতুর্থ, গ বিভাগে পঞ্চম ও ষষ্ঠ, ঘ বিভাগে সপ্তম ও অষ্টম, ঙ বিভাগে নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা অংশ নিতে পারবে। প্রতিটি বিভাগে প্রবেশ মূল্য ধার্য করে রাখা হয়েছে ৫০ টাকা। গান, নৃত্য এবং আবৃত্তিতেও প্রতিযোগী প্রতি ৫০ টাকা ধার্য করা হয়েছে। গান্ধি ভবনে ২৬ মার্চ চারটি বিভাগে হবে একক রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা সকাল ১১টা থেকে, ২৭ মার্চ শেণীভিত্তিক আবৃত্তি সকাল ১০টা থেকে, রবীন্দ্র ও নজরুলগীতি হবে এদিন দুপুর থেকে, বিকাল ৫টা থেকে লোকসঙ্গীত প্রতিযোগিতা। পরদিন বিকাল থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বাবুল হোড়, অনিমেষ সেনগুপ্ত ও সমর রায়। সব শেষে স্পনসরার সমর রায় অনুষ্ঠান আয়োজনের অর্থ ডিএসএ-র কর্মকর্তাদের হাতে তুলে দেন।

প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *