সেনা বিরোধী পোস্টে ‘লাইক’ দিলে ১০ বছরের জেল!

২১ সেপ্টেম্বর : মায়ানমারে সামরিক বাহিনী শাসিত সরকারের বিরোধিতা কিংবা প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অথবা অন্য কোনো কনটেন্টে রিঅ্যাক্ট বা শেয়ার করলে ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে জান্তা বাহিনী।

এছাড়া অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে জান্তা সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়। চলতি বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে বিক্ষোভ-সহিংসতা অব্যাহত রয়েছে। জান্তা সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র জউ মিন তিন হুমকি দিয়ে বলেছেন, নিরপরাধ মানুষদের হত্যা করে মায়ানমারকে অস্থিতিশীল করার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে ‘সন্ত্রাসীরা’। এদের সমর্থকদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) অথবা এর সশস্ত্র সহযোগীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। গুনতে হতে পারে আর্থিক জরিমানাও।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *