বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে ছাত্রসমাজ, সংহতি প্রকাশ এআইডিএসও-র
বরাক তরঙ্গ, ২২ জুলাই : বাংলাদেশের ছাত্রসমাজ কোটা বিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে। ছাত্রদের পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন মহলের মানুষ। ন্যায় সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে উঠা এই আন্দোল ছাত্রছাত্রীদের দাবি না মেনে উল্টো পুলিশ বাহিনী সম্পূর্ণ একতরফাভাবে ফ্যাসিবাদী কায়দায় বর্বর আক্রমণ করেছে। প্রকাশ্যে দিবালোকে আন্দোলন দমানোর নামে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যত গেছে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে। ছাত্রছাত্রীদের বীরত্ব পূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং শহিদত্ব বরণ করে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী বাংলাদেশের সমস্ত বাধাকে অতিক্রম করে বীরের মতো প্রাণ দিয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানানো হয়। নিন্দা জানানো হয়, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যখন পার্শ্ববর্তী দেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কার্যসূচি নেওয়া হয় সেখানেও একই ভাবে ফ্যাসিবাদী কায়দায় পুলিশি বর্বরতার ঘটনাকেও।

সোমবার শিলচর রেল স্টেশন এ অবস্থিত ভাষা শহিদ স্মারক বেদির সামনে এআইডিএসওর কাছাড় জেলার কর্মীরা সমবেত হয়ে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই বার্তা দেয় যে, আন্দোলনকারীদের সমস্ত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এআইডিএসও এই আন্দোলনের পাশে থাকবে এবং ন্যায় সঙ্গত দাবির প্রেক্ষিতে গড়ে উঠা ছাত্র আন্দোলনে পুলিশি আক্রমণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় এআইডিএসওর কাছাড় জেলা কমিটি।