ধর্মনগরে ইয়াবা সহ আছিমগঞ্জের যুবক আটক

বরাক তরঙ্গ, ২২ জুলাই : ধর্মনগর পুলিশের হাতে আটক পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক আছিমগঞ্জের এক মাদক পাচারকারী। তবে পাচারকারী সঙ্গে থাকা অপর এক যুবক পালাতে সক্ষম হয়। পুলিশ তাদের ব্যবহৃত একটি মহেন্দ্র থার গাড়ি সহ পালসার বাইক আটক করেছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন খবর ছিল অসম থেকে ত্রিপুরায় প্রবেশ করবে বিপুল পরিমাণ মাদক। ধর্মনগর শহরের নয়াপাড়া গীতা ভবন সংলগ্ন এলাকায় পাচারকারীরা ইয়াবা ট্যাবলেট গুলো হাত বদল হবে। এমন খবরের ভিত্তি করে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশের একটি দল ওৎপেতে বসে। সন্ধ্যারাতে অনুমানিক সাতটা নাগাদ যথাস্থানে এএস ০১ এফ ৬৫৫০ নম্বরের একটি পালসার বাইক ও এএস ২৩ এজি ৮০৫৫ নম্বরের একটি মহিন্দ্রা থার গাড়ি আসতেই কর্তব্যরত পুলিশকর্মী বাইক ও থার গাড়িটি ঘিরে ফেলে।এরই ফাঁকে এক মাদক পাচারকারী পালিয়ে গেলেও অপর ব্যক্তিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক পাচারকারীর নাম জহরুল হক, তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ এলাকায় বলে জানা যায়। পরবর্তীতে আটক থার গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ধর্মনগরে ইয়াবা সহ আছিমগঞ্জের যুবক আটক

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে।মাদক গুলো পাচারকারীরা অসমের করিমগঞ্জ জেলা থেকে উত্তর ত্রিপুরা ধর্মনগর এলাকার কোনও মাদক কারবারীর কাছে পৌছে দেওয়ার মতলবে নিয়ে এসে ছিল। পুলিশ ধর্মনগর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতকে মঙ্গলবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই সঙ্গে পালাতক ব্যক্তিকে আটক করতে পুলিশ চতুর দিকে জাল বিছিয়ে রেখেছে।

Author

Spread the News