সিটুর কাছাড়-হাইলাকান্দি জেলা সম্মেলন সম্পন্ন

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : সিটু কাছাড়-হাইলাকান্দি জেলার অষ্টম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। ৮-৯ নভেম্বর দু’দিনব্যাপী সম্মেলন শিলচর শহিূ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সিটু আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন শর্মা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাহুল পুরকায়স্থ। সম্মেলন ১০টি স্বীকৃত সংগঠনের ৮০ জন প্রতিনিধি উপস্থিতিতে বিগত তিন বছরের আন্দোলন এবং সংগঠনের পর্যালোচনা করা হয় এবং আগামী তিন বছরের কার্যসূচি গৃহীত হয়। তাছাড়া সম্মেলনে   স্থানীয় সমস্যা সংক্রান্ত ১৬  দফা দাবি, সম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির বিরুদ্ধে এবং আগামী ১৪ ডিসেম্বর গুয়াহাটিতে বৃহত্তর শ্রমিক কৃষক জামায়াতে যোগদান সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।

রাহুল পুরকায়স্থ তাঁর রবক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমচনা করেন। তপন শর্মা এবং রাহুল পুরকায়স্থ উভয়েই তাঁদের বক্তব্যে বলেন, জুবিন গর্গের মৃত্যুর পর অসমের মানুষের আবেগ এটাই প্রমাণ করেছে অসমের মানুষকে সম্প্রদায়িক বিদ্বেষ বিভাজিত করতে পারেনি। জুবিনের জাত ধর্মের উর্দ্ধে মানবতাবাদী অবস্থান মানুষকে বিজেপি দল এবং তার সরকারের সম্প্রদায়িক অবস্থানের বিরুদ্ধে উদ্বেলিত করেছে। সম্মেলনে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি, সুরজিৎ ঘোষকে সাধারণ সম্পাদক এবং ত্রিদিব পাল ও অতিন দেব চৌধুরীকে যথাক্রমে কোষাধ্যক্ষ ও সহকারী কোষাধ্যক্ষ করে ৩৯ জনের নুতন জেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হাইলাকান্দি জেলায় নুতন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং এসংক্রান্ত এক প্রস্তুতি কমিটি চিনতাহরণ সূত্রধরকে আহবায়ক করে গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *