সাংসদ পদ ছেড়ে ফের পুরনো দলে বেনজির

৩ জানুয়ারি : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পালাবদল ঘটল মালদা রাজনীতিতে। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ফের পুরনো দল কংগ্রেসে (Congress) ফিরলেন গনি খান চৌধুরীর উত্তরসূরি মৌসম বেনজির নূর (Mousam Benjir Noor)। তাঁর এই প্রত্যাবর্তনের ফলে কোতয়ালি পরিবারের বিবাদ মিটে গিয়ে রাজনৈতিকভাবে পরিবারটি ফের ‘এক হাত’ তলায় এল।

আশ্চর্যের বিষয় হলো, গত তিন দিন আগেই তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে মৌসমকে মালদার চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদ গ্রহণ করার বদলে মৌসম বেছে নিলেন পুরনো ঘরকেই। রাজনৈতিক মহলের মতে, দলে ক্রমাগত কোণঠাসা হওয়া এবং গুরুত্ব কমে যাওয়াই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ।

কংগ্রেসের টিকিটে মালদা উত্তর কেন্দ্র থেকে পরপর দু’বার সাংসদ নির্বাচিত হন। নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। কিন্তু তৃণমূলের টিকিটে লড়তে গিয়ে বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন। লোকসভা ভোটে হারার পর তৃণমূল তাঁকে রাজ্যসভায় পাঠালেও গত ২০২৪-এর নির্বাচনে তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকী একুশের বিধানসভাতেও টিকিট পাননি তিনি।

মৌসমের এই ঘরওয়াপসির ফলে মালদহের প্রবাদপ্রতিম নেতা এ বি এ গনি খান চৌধুরীর পরিবারের সব সদস্যই এখন কংগ্রেসের ছাতার তলায়। লোকসভা নির্বাচনের পর থেকেই মৌসমের কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা রাজনীতিতে তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে এবং বিজেপির মোকাবিলা করতে কোতয়ালি পরিবারের এই ঐক্য কংগ্রেসকে নতুন করে অক্সিজেন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *