বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কাছাড় জেলায় মাদক পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন, দলটি শিলচর পঞ্চায়েত রোডের রাহুল আমিন নামের ৩৩ বছরের এক যুবকে আটক করল কাছাড় পুলিশ। আটক করে। ওই ব্যক্তি শিলচর বাইপাস রোড দিয়ে ২০,০০০ ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের, পাচার করছিল।
অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিতভাবে মাদক চক্র ধ্বংস ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করছে।


