রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে শহরের চারটি প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, প্রস্তাবিত রুটটি শহরের মূল ব্যবসায়িক কেন্দ্রগুলির ভেতর দিয়ে গেলে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোড এলাকার ব্যবসা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রাঙ্গিরখাড়ি বিজনেস অ্যাসোসিয়েশন এবং প্রেমতলা বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বুধবার জেলার দায়িত্বপ্রাপ্ত শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে। ওই স্মারকপত্রে তারা দাবি জানিয়েছে, শিলচরের মূল বাণিজ্যিক কেন্দ্রগুলি এড়িয়ে অন্যত্র ফ্লাইওভার নির্মাণ করা হোক। ব্যবসায়িক সংগঠনগুলির যুক্তি, দেশের অন্য সব বড় শহরের মতো শিলচরেও ফ্লাইওভার এমনভাবে নির্মাণ করা উচিত যাতে ব্যবসার মূল কেন্দ্রে এর প্রভাব না পড়ে। তাদের মতে, প্রস্তাবিত ফ্লাইওভার বাস্তবায়িত হলে হাজার হাজার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর বিরূপ প্রভাব পড়বে এবং ক্ষতিপূরণের পর্যাপ্ত নিশ্চয়তাও নেই। বিকল্প হিসেবে তারা শহরের সড়কগুলির প্রশস্তিকরণ ও যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে রোড নেটওয়ার্ক উন্নয়নের পরামর্শ দিয়েছে।
সংগঠনগুলির অভিমত, রাস্তার পরিসর বৃদ্ধি ও যানবাহন ব্যবস্থাপনার উন্নতি ঘটলে শহরের যানজট বহুলাংশে কমবে।উল্লেখ্য, প্রস্তাবিত স্থানে ইতিমধ্যেই সরকারের তরফে মাপজোকের কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত প্রকল্পের জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে। তবে ব্যবসায়িক সংগঠনগুলির আপত্তি ওঠায় এখনই প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহরের একাংশের ধারণা, এই বিরোধ প্রকল্পের সূচনা এবং বাস্তবায়ন— দুই ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়াতে পারে।


