বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : অগপর নবগঠিত কাছাড় জেলা কমিটির কর্মকর্তাদের বৃহস্পতিবার শিলচরে সংবর্ধনা জানানো হবে। নবনির্বাচিত সদস্যরা সকাল ১১টায় শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন বলে দলসূত্রে জানা গেছে। এই সফরে উপস্থিত থাকবেন কাছাড় জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদক সুজিত শর্মা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকা তত্ত্বাবধায়ক কে.এইচ বিমলেন্দু সিংহ। তাদের আগমন উপলক্ষ্যে বিমানবন্দর প্রাঙ্গণে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।বিমানবন্দর থেকে ট্যাঙ্ক রোডস্থিত দলীয় কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেবে। শহরজুড়ে উচ্ছ্বাসমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ইউনিটগুলো ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিক অনুষ্ঠান, যেখানে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হবে। এতে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন স্তরের বিশিষ্ট নেতা-কর্মী।যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর জানান, নবনির্বাচিত নেতৃত্বের আগমনের মধ্য দিয়ে দলীয় সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি তিনি বলেন, কাছাড় জেলায় সংগঠনের জনভিত্তি আরও মজবুত করতে দলীয় কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


