রাজ্যে একদিনেই প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের যোগদান কংগ্রেসে

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : রাজ্যজুড়ে কংগ্রেসের যোগদান কর্মসূচি, একদিনেই প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের যোগদান করলেন। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় অনুষ্ঠিত হয় কংগ্রেসের যোগদান কর্মসূচি। প্রদেশ কংগ্রেসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এদিন বিভিন্ন দল ও সংগঠন থেকে মোট প্রায় ১০ হাজার নেতা–কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ জানান, আগামী ১০ ডিসেম্বর আবারও রাজ্যব্যাপী বৃহৎ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

তিনসুকিয়ার ফিলবাড়িতে বড়সড় যোগদান সোমবার তিনসুকিয়ার ফিলবাড়িতে আয়োজিত জেলা কংগ্রেসের সভায় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ।
এই সভায় তিনসুকিয়া জেলার বিজেপির প্রাক্তন সভাপতি লক্ষেশ্বর মরাণসহ বহু বিজেপি নেতা–কর্মী কংগ্রেসে যোগ দেন। দলের দাবি, এদিন তিনসুকিয়ায় প্রায় ১,০০০ মানুষ কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন।

গুয়াহাটি মহানগর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও শতাধিক মানুষ কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন সভাপতি রিপুণ বরা, ভূপেন বরা, প্রাক্তন সাংসদ আব্দুল খালেক এবং মহিলা কংগ্রেসের সভাপতি মীরা বরঠাকুর।
গুয়াহাটি উচ্চ আদালতের একাধিক আইনজীবী, বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন সদস্য ও শহরের প্রবীণ নাগরিকরা এদিন কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

একই দিনে যোরহাট, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড়, ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, কামরূপ গ্রামীণসহ একাধিক জেলায় শত শত মানুষ কংগ্রেসে যোগদান করেন।
ধুবড়িতে সাংসদ রকিবুল হুসেইনের আহ্বানে বহু মানুষ দলে যোগ দেন।
নগাঁও ও মরিগাঁও জেলায় সাংসদ প্রদ্যুৎ বড়দলইয়ের উদ্যোগে বহু বিজেপি নেতা–কর্মীসহ অন্যান্য দলেরও একাংশ কংগ্রেসে নাম লেখান।

বরপেটা জেলায় প্রদেশ কংগ্রেসের কর্মাধ্যক্ষ জাকির হুসেইন শিকদারের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যোগদান করেন।

বিকেলের দিকে নলবাড়িত বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও এপিসিসি সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ভূঞার উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে বহু মানুষ কংগ্রেসের সদস্য হন।

শোণিতপুর, দরং ও উদালগুড়িতও উল্লেখযোগ্য অংশগ্রহণ

শোণিতপুরে প্রাক্তন সাংসদ মাধব রাজবংশী ও বিধায়ক শিবামণি বরার তত্ত্বাবধানে প্রায় ২০০ জন কংগ্রেসে যোগ দেন। দরং ও উদালগুড়ি জেলাতেও একইভাবে বহু মানুষ কংগ্রেসে যোগদান করেন।

মোট ৩৫টি জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার একদিনেই প্রায় ৯,৫০০ জন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন বলে দলের বিবৃতিতে দাবি করা হয়েছে।
গোয়ালপাড়া, বঙাইগাঁও, দক্ষিণ শালমারা-মানকাচার, বাকসাসহ বিভিন্ন জেলায়ও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে বড় সংখ্যায় মানুষ দলে যোগ দেন।

তিনসুকিয়ায় সাংবাদিকদের গৌরব গগৈ বলেন, “আমরা কথা দিয়েছিলাম, এবং আমরা সেই কথাই রেখেছি।” তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় এখন আর সাধারণ মানুষ আস্থা রাখছেন না।

গগৈ জানান, “১০ সেপ্টেম্বর রাজীব ভবনে এবং ১০ অক্টোবর গুয়াহাটিতে কেন্দ্রীয় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর থেকেই বিজেপির প্রতি জনমানসে বিরাট হতাশা তৈরি হয়েছে। সেই কারণেই হাজার হাজার মানুষ কংগ্রেসে যোগ দিতে আগ্ৰহী হচ্ছেন। তাই আমরা জেলা–জেলায় যোগদান অভিযান শুরু করেছি।”
তিনি আরও জানান, আগামী ১০ ডিসেম্বর আবারও রাষ্ট্রব্যাপী বড় আকারের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *