ভারতমালা’ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনও টাকা, কাজে বাধা

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ‘ভারতমালা’ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা আজও পর্যন্ত এক কানাকড়ি পাননি বলে অভিযোগ তুলেন লক্ষীপুরের লাবক জিপির দেবীপুর গ্রান্টে লোকরা। তাঁদের অভিযোগ উঠেছে তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে ভারতমালা প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাদের আশেপাশের অনেকের জমি সড়কে পায়নি তবুও তারা বড় অঙ্কের টাকা পেয়েছেন। যাঁদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে তাঁরা টাকা পাননি। জমির ক্ষতিপূরণ কিংবা মূল্য বাবত টাকা পাবেন বলে তাঁদের আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত তাঁরা টাকা পাননি। কিন্তু নির্মাণ কাজ অব‍্যাহত রয়েছে। জমি হারিয়ে জমির মূল্য না পাওয়া মালিকরা বুধবার দেবীপুর গ্রান্টে সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে রয়েছেন সুভাষিনী চন্দ, পীযূষ চক্রবর্তী, মতিলাল চক্রবর্তী, নীরেন চন্দ প্রমুখ। তাঁরা জানান, একেক জনের আড়াই থেকে তিন বিঘা জমির উপর দিয়ে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাঁরা এক টাকাও পাননি। তাদের আশেপাশে অনেকের জমি নষ্ট না হলেও তাঁরা অনেক বড় অঙ্কের টাকা টাকা পেয়ে গেছেন। ভুক্তভোগীরা বলেন, এই বৈষম্য কেন।কেন সুন্দর সুষ্ট ভাবে জমি জরিপ করে সঠিক মালিকানা সাব‍্যস্ত করে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সঠিক জরিপ করে মালিকানা সাব‍্যস্ত করে ক্ষতিপূরণের অর্থ দিয়ে সড়কের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে বুধবার সকালে লাবক জিপির দেবীপুর গ্রান্টে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন ভুক্তভোগী জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *