বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির তিন পড়ুয়া

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : হারাঙ্গাজাও সংলগ্ন বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক ছাত্র। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় শনিবার। তারা প্রথম বর্ষের পড়ুয়া। এ খবর জানিয়েছেন ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশসুপার ফারুক আহমেদ।

এদিকে, তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষীন্ধর শইকিয়া ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলপ্রপাতে উদ্ধার অভিযান আরম্ভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *