‘বিন্নাকান্দির অরণ্যে ১৮৫৮’  সিপাহী স্মৃতিকে কেন্দ্র করে নতুন বইয়ের উন্মচোন সোমবার

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড় জেলার ঐতিহাসিক বিন্নাকান্দি অঞ্চলে সোমবার সকালে অনুষ্ঠিত হতে চলেছে এক তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠান। সিপাহী স্মৃতি রক্ষা কমিটি–র উদ্যোগে বিন্নাকান্দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হবে নতুন গ্রন্থ “বিন্নাকান্দির অরণ্যে ১৮৫৮”। গ্রন্থটির সম্পাদক মিতা দাসপুরকায়স্থ।

উল্লেখ্য, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহী সিপাহীদের একাংশ চট্টগ্রাম–কাছাড়–মণিপুর অভিমুখে পলায়নের পথে বিন্নাকান্দি সংলগ্ন অরণ্যভূমিতে আশ্রয় নিয়েছিলেন। সেই বিস্মৃত ইতিহাস, সিপাহীদের জীবনসংগ্রাম এবং লোকস্মৃতিতে সংরক্ষিত অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এই গ্রন্থটির সম্পাদনা ও সংকলন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বইটি কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়; বরং এটি মৌখিক ইতিহাস, লোকস্মৃতি ও স্থানীয় জনজীবনের স্মৃতিচারণের সমন্বয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ দলিল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় ইতিহাসবিদ, সাহিত্যিক, সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকরা।
সিপাহী স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দিগন্ত প্রকাশনী থেকে এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে বিন্নাকান্দি অঞ্চলকে কেন্দ্র করে সিপাহী বিদ্রোহ পরবর্তী এক উপেক্ষিত অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। ইতিহাস সংরক্ষণ ও লোকস্মৃতির গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিন্নাকান্দির ঐতিহাসিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে চলা এই বই প্রকাশ অনুষ্ঠানটি উত্তর-পূর্ব ভারতের ইতিহাসচর্চায় এক উল্লেখযোগ্য সংযোজন বলে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *