বরাক তরঙ্গ,১১ নভেম্বর : বদরপুরঘাটের যানজট এড়াতে ও সিদ্ধেশ্বর শিবমন্দিরের ভক্তদের নিরাপত্তার কারণে মন্দিরের সামনে থাকা রেলওয়ে লাইনের বিকল্প হিসেবে বদরপুরঘাট – পাঁচগ্ৰাম এএসইবি বোর্ড অবধি বাইপাস করার দাবি তুললেন শ্রীভূমি জেলা বিজেপি সহপ্রভারি সুরজ সেন। মঙ্গলবার দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরাকায়স্থের সাক্ষাৎ করে পৃথক পৃথক দাবিপত্র প্রদান করেন। এব্যাপারে সুরজ সেন যুক্তি উপস্থাপন করে বলেন, একমাত্র রেললাইনের জন্যই বদরপুরঘাটের যানজটের কবলে পড়তে হয় বরাকবাসীর। শুধু তা নয়, সিদ্ধেশ্বর শিবমন্দিরে বিভিন্ন পুজো অনুষ্ঠানের সময় প্রাণের অনেক ঝুঁকি নিয়ে ভক্তরা রেললাইন পারাপার করে মন্দিরে আসা যাওয়া করে থাকেন। তাই মন্দিরের সামনে থাকা রেললাইনটি বাইপাস হিসেবে বদরপুরঘাট-পাঁচগ্ৰাম এএসইবি বোর্ড অবধি ডাইভারশন যদি করা হয় তাহলে শিবমন্দিরের ভক্তরা বদরপুরঘাটের যানজট থেকে মুক্তি পাবেন।
বদরপুরঘাটের যানজট জন্য এই উপত্যকার মানুষের জানা রয়েছে। কিন্তু শ্রীভূমি জেলা বিজেপি সহ প্রভারি সুরজ সেন উড়ালপুল নির্মাণে সমর্থন না জানিয়ে পাল্টা বদরপুরঘাট-পাঁচগ্ৰাম এএসইবি বোর্ড অবধি রেললাইনের ডাইভারশনের দাবি তোলেন। তাঁর যুক্তি হল উড়ালপুল নির্মাণে মানুষের সমস্যার সমাধান হবে না। এটা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য তিনি মাত্র দেড় কিলোমিটার ডাইভারশন রেললাইন নির্মাণ করা হলে জানজট সমস্যা ও মন্দিরের ভক্তরা নিরাপদে যাওয়া-আসা করতে পারবেন বলে দাবিপত্র উল্লেখ করেন।


